অর্থ পাচারকারীদের দায়মুক্তি দেয়ার জন্য সরকারের নেয়া পরিকল্পনাকে অপকৌশল বলে সমালোচনা করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (আ.লীগ নেতারা) দেশের সম্পদ লুটপাট করছে এবং জনগণের টাকা বিদেশে পাচার করছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ছাত্রদলের ওপর হামলা হয়েছে: বিএনপি
মির্জা ফখরুল বলেন, সরকার এখন বলছে দায়মুক্তি দিয়ে পাচার করা অর্থ ফেরত আনবে। ‘এটি আরেকটি অপকৌশল। এর মানে তারা নিজেরাই অর্থ পাচার করেছে এবং এখন তা বৈধ করার জন্য দেশে নিয়ে আসবে।’
অর্থপাচারকারীদের এমন দায়মুক্তি দিয়ে সরকার ক্ষমতাসীন দলের নেতাদের আরও জনগণের টাকা লুট করার সুযোগ তৈরি করবে বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘এই সরকারকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না... আওয়ামী লীগকে কোনোভাবেই আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না।’
আরও পড়ুন: লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক
তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে উৎখাত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার অর্থ পাচারকারীদের দেশের বাইরে নিয়ে যাওয়া অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার পরিকল্পনা করছে।
তিনি বলেন, জাতীয় বাজেট সংসদে উত্থাপনের আগে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আরও তথ্যসহ সার্কুলার জারি করবে।