রাজশাহী, ১৩ নভেম্বর (ইউএনবি)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আয়ের উৎস খতিয়ে দেখার দাবি তুলেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীতে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই সময় নির্বাচনে নিজ দলের মনোনয়ন প্রত্যাশীদের ভিড় দেখে চরম চটেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেয়র লিটন।
বক্তব্যে তিনি বলেন, তিনশ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়ে চার হাজার নেতা মনোনয়ন কিনেছেন। কিন্তু তাদের কয়জন আয়কর দেন- তা দেখতে আয়কর বিভাগের প্রতি আহ্বান জানান। এসময় তিনি তাদের আয়ের উৎস খতিয়ে দেখার দাবি তুলেন।
অনুষ্ঠানে মেয়র লিটন গণমাধ্যমের কঠোর সমালোচনা করে বলেন, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজরাই এখন বড় বড় ইন্ডাস্ট্রি ও মিডিয়ার মালিক।