তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মেকাবিলায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো মানলে করোনা মোকাবেলায়ও আমরা জয়লাভ করবো। আমাদের বিশ্বাস এ আঁধার কেটে আলো আসবেই।’
শনিবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তিন শতাধিক গরিব-অসহায়, কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
হুইপ বলেন, ‘সারাবিশ্বে আজ করোনা মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশেও একজন এমপি আক্রান্ত হয়েছেন। ডাক্তার-ইঞ্জিনিয়ার কেউ বাদ যাচ্ছেন না। এজন্য আমরা স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনাগুলো মেনে চলবো।’
ত্রাণ বিতরণ শেষে হুইপ আতিউর রহমান আতিক জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে গঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদের সাথে শেরপুর পৌর এলাকার নবীনগর মহল্লার গরীব কৃষক নিজাম উদ্দিন মিজানের ৬ কাঠা (৩০ শতক) জমির ধান কাটায় অংশ নেন।
এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী দুলাল মিয়া, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতা-কর্মীরাও ধানকাটায় অংশ নেন।