বিশ্বের অন্য দেশের গণতন্ত্র নিয়ে বিদেশিদের মাথাব্যথা না থাকলেও বাংলাদেশের বিষয়ে তারা নাক গলাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ইউরোপীয় নেতারা কয়েকদিন পর পর এখানে আসেন। অথচ আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। কিন্তু এত অতিথি কোথা থেকে আসে? ইউরোপীয় ও আমেরিকান অতিথিরা আমাদের না জানিয়ে এখানে আসেন।’
আরও পড়ুন: খেলা হবে তারেক ও হাওয়া ভবনের বিরুদ্ধে: ওবায়দুল কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক কালের নাইজার অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা অন্য কোনো দেশের গণতন্ত্র নিয়ে এতটা আগ্রহ দেখায় না। "এখানে একটি খেলা আছে। অন্য কোনো দেশের গণতন্ত্র নিয়ে তাদের এত মাথাব্যথা নেই।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না করে কাদের বলেন, তারা হুমকি দেয়, নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভিসা নীতি ঘোষণা করে।
আরও পড়ুন: বিএনপি উন্নয়নের সুবিধা নেয় কিন্তু প্রশংসা করতে পারে না: ওবায়দুল কাদের
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে। “মূল বিষয় হলো নতুন মার্কিন ভিসা নীতি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে যারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপি এমন কাজ করছে। আমরা তা করছি না। আমরা নির্বাচন চাই। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরাও দেখব এই নিষেধাজ্ঞার অর্থ কী এবং নির্বাচনের নামে অগ্নিসংযোগের পরিকল্পনার ক্ষেত্রে কার বিরুদ্ধে এই ভিসা নীতি প্রয়োগ করা হবে।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপির দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের আর কোথাও এমন সরকারের লক্ষণ নেই।
আরও পড়ুন: রবিবার সারাদেশে আ. লীগের বিক্ষোভ কর্মসূচি: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে যান। এমনকি বিশ্বের আর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের চিহ্ন নেই।’