আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের স্বার্থের বিরুদ্ধে যে সব সদস্য কাজ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘যারা অপকর্মে লিপ্ত এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
রবিবার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত দলটির কেন্দ্রীয় নেতাদের যারা নির্বাচনের সময় সহিংসতায় জড়িত ছিল তাদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার নির্দেশ দেন।
আরও পড়ুন: স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ক্ষমতা ভাগ করে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: কাদের
আওয়ামী লীগের এই নেতা বলেন, সাধারণ নির্বাচনের আগে সংঘাতে জড়িয়ে পড়লে দেশের সব উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন খাদে পড়েছে।
বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে কাদের বলেন, জনগণ এ ধরনের অপচেষ্টা নস্যাৎ করবে।
তিনি বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জয়ী হবে।’
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন হবে জুনে: ওবায়দুল কাদের
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ও এইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।