তিনি বলেন, ‘আমি প্রশ্ন করতে চাই ইশরাক সাহেব কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়েছেন? তিনি কি রাজনীতি করেছেন? বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে সেই যোগ্যতায় তাকে মনোনয়ন দেয়া হয়েছে।’
রবিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যানের ছেলে সেই যোগ্যতায় তাবিথ আউয়ালকে প্রথমবার মনোনয়ন দেয়া হয়েছিল, এবারও তাই করা হয়েছে।’
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণে বিএনপির টিকিটে মেয়র পদে নির্বাচনে লড়ছেন দলটির প্রয়াত নেতা ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
বিএনপিকে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিজেই তার দলের মধ্যে পুরোপুরি পরিবারতন্ত্র চালু করেছেন।
‘তিনি (খালেদা) তার বোন খুরশীদ জাহান হককে প্রথমে মহিলা দলের নেত্রী এবং পরে দলের ভাইস চেয়ারম্যান বানান। পরবর্তীতে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেন। তার ভাই সাঈদ ইস্কান্দারকে দলের এমপি বানান এবং দলের বিশেষ সম্পাদক বানান,’ বলেন তিনি।
‘তার আরেক ভাই শামীম এস্কান্দার কোনো গুরুত্বপূর্ণ পদে না থেকেও বিমানের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু দেখভাল করতেন। বেগম খালেদা জিয়ার আরও একজন বোন আছেন ব্রুনাইতে থাকেন। তার ছেলে সাইফুল ইসলাম ডিউককে ২০০১ সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব বানান। এই পদে থেকে ডিউক সাহেব নিজে যেমন ক্ষমতার অপব্যবহার করেছেন তেমনি বিভিন্ন অপকর্মমূলক ঘটনা সৃষ্টি করেছেন,’ যোগ করেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, আমরা একদিন হঠাৎ শুনলাম তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এখন বিএনপির চেয়ারম্যান হচ্ছেন খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।’
তিনি বলেন, ‘শুধু এখানেই বিএনপির পরিবারতন্ত্র সীমাবদ্ধ নয়। নিতাই রায় চৌধুরী ও তার মেয়ে নিপুন রায় চৌধুরী দুজনই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গয়েশ্বর বাবু নিজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার ছেলে কেন্দ্রীয় কমিটির সদস্য। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি।’
‘পরিবারতন্ত্রের মধ্যে বসে মির্জা ফখরুল ইসলাম সাহেব আওয়ামী লীগের বিষয়ে যে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন তা তার নিজের দলের বেলায় প্রযোজ্য। আমাদের দলে কাউকে কোনো পারিবারিক কারণে পদ দেয়া হয়নি,’ বলেন আওয়ামী লীগের এ নেতা।
এর আগে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন যে দেশকে রাজনৈতিক ‘পরিবারতন্ত্রের’ দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। একটি পরিবারের ব্যক্তিরা দলের গুরুত্বপূর্ণ পদ এবং বিভিন্ন নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পাচ্ছেন।