২০২২ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই অনুযায়ী, ২০২১ সালের তুলনায় গত বছর দলটির আয় কমেছে।
সোমবার (৩১ জুলাই) ক্ষমতাসীন দলটির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এই বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দলটির মোট আয় ছিল প্রায় ১০ কোটি ৭২ লাখ টাকা এবং ব্যয়ের পরিমাণ ছিল ৭ কোটি ৮৭ লাখ টাকা।
আরও পড়ুন: রবিবার সারাদেশে আ. লীগের বিক্ষোভ কর্মসূচি: ওবায়দুল কাদের
২০২১ সালে দলটির আয় ছিল ২১ কোটি ২৩ লাখ টাকা, যা ২০২০ সালে ছিল ১০ কোটি ৩৩ লাখ টাকা।
আওয়ামী লীগ আজ পর্যন্ত তাদের মোট তহবিল দেখিয়েছে ৭৩ কোটি ৩৫ লাখ টাকা, যেখানে দলটি ২০২২ সালের উদ্বৃত্ত ২ কোটি ৮৫ লাখটি টাকা।
আয়ের প্রধান উৎস ছিল মনোনয়ন ফরম বিক্রি, ফি এবং দলীয় সদস্যদের কাছ থেকে অনুদান এবং ব্যয়ের প্রধান উৎস ছিল কর্মচারীদের বেতন ও বোনাস, সেমিনার আয়োজন এবং ইউটিলিটি বিল।
নির্বাচন কমিশন সম্প্রতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়ে তাদের বার্ষিক অডিট রিপোর্ট জমা দিতে বলেছে।
আরও পড়ুন: গয়েশ্বরের ডিবি অফিসে দুপুরের খাবার খাওয়ার ভিডিও ছড়ানোতে কোনো দোষ দেখেন না কাদের
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে তাদের আগের বছরের অডিট রিপোর্ট ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।
এতে বলা হয়েছে, যদি কোনো দল পরপর তিন বছর তাদের বার্ষিক রিটার্ন জমা না দেন, তাহলে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারে।
২০২২ সালের অডিট প্রতিবেদন ইসিতে জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও দলটির নির্বাচন কমিটি।
আরও পড়ুন: বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা উচিত: ওবায়দুল কাদের