তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এডিস মশার চেয়েও ভয়াবহ নাম হলো বিএনপি।
তিনি আরও বলেন, ‘দেশের জনগণের দুর্দশা মুক্তিতে তাদের (বিএনপি) ভূমিকা কখনো ছিল না। তারা ব্যস্ত শুধু দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে। এডিস মশা মানুষকে কামড়ায় আর বিএনপি মানুষ হত্যা করে।’
শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খামারবাড়ি গোল চত্বর এলাকায় বাংলাদেশ কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা বৃদ্ধির দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সব সহযোগী সংগঠন মাঠে একসঙ্গে কাজ করছে।
আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারও আন্তর্জাতিকভাবে প্রমাণিত: তথ্যমন্ত্রী
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু সরকার নয়, পাশাপাশি সাধারণ মানুষসহ সবাইকেই এই সমস্যা সমাধানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।’
কোভিড-১৯ মহামারির উদাহরণ টেনে তিনি বলেন, ‘সে সময়ে বাংলাদেশ আওয়ামী লীগসহ কৃষক লীগ ও সব সহযোগী সংগঠন কৃষক ও মেহনতি মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেভাবেই ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে একযোগে কাজ করলে অবশ্যই আমরা এই যুদ্ধে জয়ী হব।’
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে কৃষক লীগের সব নেতা-কর্মী করোনাভাইরাস প্রতিরোধে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবারও এডিস মশা প্রতিরোধে কৃষক লীগের প্রত্যেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশার থেকেও ভয়ঙ্কর মানব হত্যাকারী দল বিএনপির প্রতিটা ষড়যন্ত্র বাংলাদেশ কৃষক লীগ শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত করবে।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বালাইনাশক ও মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কৃষিবিদ সুব্রত কুমার দাশ।
তারেক-জুবাইদার বিচারের রায় স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে: তথ্যমন্ত্রী