সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার করোনাভাইরাস ধরা পড়েছে।
বুধবার তিনি ইউএনবিকে বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি অসুস্থতায় ভুগছিলাম বলে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) আমার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।’
বিএনপির এ সাংসদ জানান, চিকিৎসকদের পরামর্শে তিনি এখন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
ভাষা আন্দোলনের সৈনিক অলি আহাদের কন্যা রুমিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। তিনি গত বছরের ৯ জুন একাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের অনুপাতে নারীদের জন্য সংরক্ষিত একটি আসন পেয়েছিল। সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচিত সাংসদের অনুপাতে বণ্টন করা হয়।