করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে রবিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফরিদপুর সদরের সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২৭টি ওয়ার্ডের আাওয়ামী লীগের প্রতিনিধিদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর প্রত্যেকটি প্যাকেটে ছিল ৮কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ খাদ্য কর্মসূচিতে সহায়তা করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুরের জেলা আাওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে আজাদ।
খাদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা আাওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। একটি মানুষ ও যেনো না খেয়ে থাকে দিকে খেয়াল রেখেই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে জেলা আাওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মোল্লা, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ,ও শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।