‘ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ বাংলাদেশের শ্রমিকদের সে দেশে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। ইতালিতে পৌঁছার পর সেখানকার বিমানবন্দর থেকে ফেরত আসা ১৫২ বাংলাদেশির চিত্র দেখলেই বোঝা যায় সরকার জনগণের স্বার্থের বিষয়ে কতটা উদাসীন,’ বলেন তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিদেশে শ্রমিক পাঠিয়ে সরকার শুধু রেমিটেন্স পাওয়ার দিকেই নজর দেয়, তাদের স্বার্থ রক্ষা করে না।
‘করোনার জাল সার্টিফিকেটের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যদি বিশ্বস্ততা হারায় তাহলে ভবিষ্যতে আমাদের নাগরিকদের চড়া মূল্য দিতে হতে পারে। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন,’ বলেন তিনি।
জেকেজি এবং রিজেন্ট হাসপাতালের করোনার পরীক্ষার দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের মালিক ক্ষমতাসীন দলের এবং সরকারের কাছের লোক হওয়ার কারণে তারা করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে।