জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক জানান, বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘সামাদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।’
সিলেট-৩ আসন থেকে তিনবার নির্বাচিত এমপি রবিবার থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং সোমবার কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ বলেন, তাকে ৭ মার্চ (রবিবার) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকালে তার ফলাফল পজেটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেয়া হয়।
মাহমুদ উস সামাদ চৌধুরীর জন্ম ১৯৫৫ সালের ৩ জানুয়ারি। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন তিনি।
সামাদ সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ৮৫০০ ছাড়াল
মাস্ক না পরলে, সামাজিক দূরত্ব না মানলে করোনার সংক্রমণ তো বাড়বেই: মন্ত্রী