তিনি বলেন, ‘কোনও একক ব্যক্তি বা দল দেশের স্বাধীনতার কৃতিত্ব পেতে পারে না, কারণ দীর্ঘ যুদ্ধ ও লড়াইয়ের মধ্য দিয়ে সমগ্র দেশের মানুষ বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করেছিল।’
ঢাকা-১০ আসন উপনির্বাচনের দলীয় প্রার্থী শেখ রবিউল আলমকে সাথে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ফখরুল।
বিএনপি নেতা বলেন, ‘খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এমনকি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাকে কারাগারে পাঠিয়েছিল পাক বাহিনী। এছাড়া এইচএম এরশাদের স্বৈরাচারী শাসনামলে নয় বছর গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন খালেদা জিয়া এবং এভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’
‘গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করার কারণেই খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন এবং তাকে কারাগারে রেখে মুজিব বর্ষ উদযাপন সফল হবে না,’ যোগ করেন ফখরুল।
ঢাকা-১০ আসন উপনির্বাচনের বিএনপি প্রার্থী রবিউল আলম যোগ্য নেতা এবং নির্বাচনী এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের প্রার্থী যোগ্যতার প্রমাণ দিয়েই এ নির্বাচনে জয়লাভ করবেন।’
ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।