বিএনপির অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিজ উদ্যোগে জামিন দিয়ে বিদেশে তার উন্নত চিকিৎসার পথ প্রশস্ত করতে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী একদল সাংবাদিক। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান তারা।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিএনপিপন্থী সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় দোষী সাব্যস্ত করে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘(কারাগারে) তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাই আমরা উচ্চ আদালতের বিচারকদের কাছে দাবি জানায়, তারা যেন নিজ উদ্যোগে তাঁর জামিন দেন।’
তিনি বলেন, খালেদা জিয়াকে জামিন দেয়ার ক্ষমতা সর্বোচ্চ আদালতের রয়েছে। কেননা এর আগে কয়েকজন মন্ত্রীর সময় এমন হয়েছে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি প্রদানে সরকার ওপর চাপ বাড়াতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান শওকত মাহমুদ। ‘যদি প্রয়োজন হয়, তাহলে দাবি আদায়ে আমরা রাজপথে নামব।’
জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি কবি হাসান হাফিজ বলেন, এটা দুর্ভাগ্য যে একজন সাবেক প্রধানমন্ত্রী বিদেশে উন্নত চিকিৎসা নেয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে জনগণ মেনে না: বিএনপি