রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি আমাদের নেতা খালেদা জিয়ার কারাবন্দী জীবনের তিন বছর পূর্ণ হবে। এদিন ঢাকাসহ সারাদেশের সব জেলা ও মহানগর শহরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের দাবিতে ৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদাকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেয়ার পরে তাকে রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট রায়ে পাঁচ বছরের কারাদণ্ড দ্বিগুণের রায় দেয়।
একই বছর আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন খালেদা। যদিও তার দল দাবি করেছে যে দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে গত বছরের ২৫ মার্চ সরকারের একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয়। গত ২৭ আগস্ট তার মুক্তি সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছিল সরকার।
আরও পড়ুন: ইসির বিরুদ্ধে ৩ মামলা দায়েরের ঘোষণা বিএনপির
বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে: প্রধানমন্ত্রী
রিজভী বলেন, খালেদা জিয়াকে গত মার্চে কারাগার থেকে বাড়ি নিয়ে আসা হলেও তিনি মূলত তার গুলশানের বাসায় গৃহবন্দী। ‘যে নেত্রী আন্তরিকতা ও ভালোবাসার সাথে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তিনি এখন গৃহবন্দী।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে জনগণের সব অধিকার ছিনিয়ে নিয়েছে। নিরাপদে ক্ষমতায় আসার জন্য খালেদা জিয়াকে বন্দী করেছে। বর্তমান অগণতান্ত্রিক সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দী করে রেখেছে।’
আরও পড়ুন: বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে: উপমন্ত্রী শামীম
এমপি পাপুলের কারাদণ্ডের মাধ্যমে সরকারের দুর্নীতি ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ পেয়েছে: বিএনপি
খালেদার বন্দীত্বের জন্য সারা জাতি বেদনায় ভারাক্রান্ত উল্লেখ করে রিজভী বলেন, ‘এই ঘোর তিমির ঘন পরিবেশের অবসান ঘটবেই, আওয়ামী লাঠিপেটা গণতন্ত্রের কবর রচনা হবেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবই।’