তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের মানুষ জানে বিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে।’
শুক্রবার শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, ‘বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ আছে। তাই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে থামানো যাবে না।’
আরও পড়ুন: আল জাজিরার প্রতিবেদন অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ: কাদের
আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি, আল জাজিরা বিষয়ে বললেন পররাষ্ট্রমন্ত্রী
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আ. ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সম্প্রতি আল জাজিরা প্রচারিত প্রতিবেদনটিকে উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এতো ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশনের শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।’
নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে, সেই অশুভ চক্রের সাথে প্রতিবেদনটির যোগসাজশ রয়েছে। ‘জণগণ মনে করেন এ প্রতিবেদন লন্ডনভিত্তিক অংশ।’
অন্যদিকে, বিদেশি মিডিয়ার স্লট ভাড়া করে একটি চিহ্নিত চক্র দেশবিরোধী অপপ্রচার করছে জানিয়ে দেশবাসীকে এদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আরও পড়ুন: আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ: মোমেন
আল জাজিরার প্রতিবেদন: তীব্র প্রতিবাদ জানাল সেনাবাহিনী
তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, আমাদের স্বনামধন্য একজন আইনজীবীর মেয়ের ইহুদি জামাতাসহ স্বাধীনতাবিরোধী জামায়াত চক্র, যারা আজ দেশের মানুষের কাছে নিন্দিত, ঘৃণিত, ধিকৃত ও বর্জিত, তারা এখন তাদের অর্থ-বিত্ত দিয়ে মানুষ ভাড়া করে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার স্লট ভাড়া করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ’একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরূদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশের বিরূদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে। ‘এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে, কারণ দেশ এগিয়ে যাচ্ছে- এটি অনেকের পছন্দ নয়।’