রবিবার রাতে নগরীর ষোলশহর এলাকা থেকে পাঁচলাইশ থানা আবুল বশরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবুল বশর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন।
সন্ত্রাসী, ‘অতিউৎসাহি’ পুলিশ চসিক নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: অভিযোগ বিএনপির
এছাড়া আবুল বশর ষোলশহর ২ নম্বর গেইটে সংগঠিত ডাবল মার্ডারের আসামি বলেও জানিয়েছে পুলিশ।
আবুল বশরকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
উল্লেখ্য, রবিবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের সমর্থনে যুবলীগের আয়োজনে মিছিলে দুইপক্ষের মধ্যে তর্কাতার্কির এক পর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন কেন্দ্রীয় যুবলীগ নেতা আদিত্য নন্দী। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: চসিক নির্বাচন: নৌকার পক্ষে নায়ক-নায়িকাদের প্রচারণা
চসিক নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সিইসি
চসিক নির্বাচন: নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর