চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগের তিন নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮) ও যুবলীগ নেতা ইকবাল (৪০)। তাদের প্রথমে পটিয়া জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের অনুসারী।
আরও পড়ুন: যশোরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত!
এ বিষয়ে বদিউল আলম জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাবের নেতৃত্বে তার নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাবকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন: যুবলীগ-ছাত্রলীগের ৬৩ নেতাকর্মীর বিচার শুরু
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছেন। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।