বৈরী আবহাওয়ার কারণে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে সোমবারের অনুষ্ঠেয় সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কাজীর দেউড়িতে নগরীর নাসিমন ভবনের সামনে এ সমাবেশ করার কথা ছিল।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ইউএনবিকে বলেন, 'প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে আজকের (সোমবার) আমাদের সমাবেশ স্থগিত করা হয়েছে।’
তিনি বলেন, সমাবেশটি আগামী ৭ জুলাই করা হবে।
এর আগে বুধবার(২৭ জুন) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
এসব কর্মসূচির অংশ হিসেবে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশের আয়োজন করে বিএনপি।
এছাড়া ১ জুলাই সব মহানগর শহরে এবং ৩ জুলাই সব জেলা সদরে সমাবেশ করার কথা ছিল বিএনপি নেতা-কর্মীদের।
গত ২২ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরদিন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সফলভাবে তার বুকে পেসমেকার বসিয়ে দেন। তিনি এখন হাসপাতালের সিসিইউ সুবিধাসহ একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে ওই বছরই আরেকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তার গুলশানের বাসায় অবস্থান এবং দেশত্যাগ না করার শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়। তাকে কারাগারের বাইরে রাখতে একাধিকবার এই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
২০২১ সালের নভেম্বরে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে খালেদা জিয়ার চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন।