ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম বার্ষিক কাউন্সিল আগামী ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের কাউন্সিল হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে বার্ষিক সম্মেলনে যোগ দিতে সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন হল ইউনিট ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ.লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক শনিবার
জয় জানান, আগামী ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলা ভবনের সামনে অপরাজেয় বাংলা ভাস্কর্য প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাউন্সিলও অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী ২ ও ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
পদায়ন নিয়ে অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে জানতে চাইলে জয় বলেন, এগুলোর কোনও প্রমাণ ছাড়াই নিছক অভিযোগ।
তিনি বলেন, ‘যদি কেউ আমাদের বিরুদ্ধে উপযুক্ত নথি ও প্রমাণ দিয়ে অভিযোগ করে, আমরা ব্যবস্থা নেব। বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে তার কার্যক্রম পরিচালনা করে।
আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতির হোতাই হচ্ছে বিএনপি: কাদের
সুনামগঞ্জে আ.লীগের সম্মেলনের সঙ্গে কারও মৃত্যুর কোনো সম্পর্ক নেই: কাদের