নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে সরকার দেশের মানুষকে ‘চরম দুর্ভোগে’ ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে চরম দুর্ভোগে ফেলেছে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন গয়েশ্বর।
আরও পড়ুন: জোনায়েদ সাকির ওপর হামলায় বিএনপির নিন্দা
এ সময় তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
গয়েশ্বর বলেন, বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনগণের ভোটে কখনোই নির্বাচিত হতে পারবে না।
আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে বিএনপির অনুসারী ও স্থানীয় জনগণকে সংগঠিত করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যা করা দরকার তা করতে হবে... জনগণের সংগ্রাম কখনই বৃথা যায় না এবং কখনও বিফলে যায় না। দলমত নির্বিশেষে সবাই এই সরকারের পদত্যাগ চাইছে।’
আরও পড়ুন: কন্টেইনার ডিপোতে আগুন: সরকারের অবহেলাকে দুষল বিএনপি
তিনি বলেন, ক্ষমতাসীন দল গণতন্ত্র ধ্বংস, মানুষ হত্যা, প্রতারণা ও লুণ্ঠন করে ক্ষমতায় টিকে আছে।
বিএনপির এই নেতা বলেন, তারা এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন করবে। ‘এই সরকারকে অপসারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।’