ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরের সেবা উন্নত করতে সরকারকে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের সুপারিশ করেছে।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় পর্যবেক্ষণ সংস্থার ১১তম বৈঠক থেকে এ সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংসদীয় কমিটি টেলিটকের নেটওয়ার্ক বাড়াতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
সংসদীয় কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্যরা আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহমেদ তৌফিক, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভিন খানম, অপরাজিতা হক ও শাহদাব আকবর।
আরও পড়ুন: অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ জাতীয় সংসদে উত্থাপন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।
এছাড়া সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং কমিটির পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটি নির্ধারিত সময়ের মধ্যে হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের বিভিন্ন স্থানে নির্মিত আইটি প্রশিক্ষণ ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ করার জন্য সরকারকে সুপারিশ করেছে।
আইসিটি সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল পাস