জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন নির্বাচন খুন ও আতঙ্কের নাম।
তিনি বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা ধসে পড়েছে। এটা এখন খুন ও আতঙ্কের নাম।’
বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে: বিএনপি
জাতীয় সংসদের বিরোধীদলের উপনেতা জিএম কাদের বলেন, মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে ফেলেছে এবং তারা এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না।
অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টির প্রধান বলেন, বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চায়।
আরও পড়ুন: নতুন ইসি কোনো পরিবর্তন আনতে পারবে না: বিএনপি
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। ‘মানুষকে নির্বাচনমুখী করতে হবে এবং এ জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন।’
জিএম কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি যে নামের তালিকা দেবে তা জানতে চায় মানুষ। ‘সার্চ কমিটির প্রস্তাবনা প্রকাশ করা উচিত।’
তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছিল দলটি।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে আ’লীগ বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি। তাই কমিশনকে দলীয় সরকারের মুখাপেক্ষী হতে হবে।’
ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন জিএম কাদের।