বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দুঃশাসনের কারণে মানুষ এখন খুব কঠিন ও দমবন্ধ সময় পার করছে। স্বৈরাচারী শাসন ব্যবস্থার জন্য মানুষ একদিকে নিপীড়ন ও শোষণের শিকার হচ্ছে। অন্যদিকে করোনাভাইরাস মহামারি তাদের ওপর চাপ আরও বাড়াচ্ছে।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে মানুষ সব জিনিসপত্র হারিয়ে কষ্টে দিন যাপন করছে এবং দেশে নীরব দুর্ভিক্ষ বিরাজ করছে। চাল, ডাল, ময়দা, তেল এবং কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়ায় দেশ আরও ভয়াবহ বিপদে পড়েছে।’
রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, জনগণের দুর্ভোগের বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা ‘দমনমূলক ও নিপীড়ন’ নীতির মাধ্যমে বিরোধী দল ‘নির্মূলে’ ব্যস্ত আছে।
রিজভী অভিযোগ করে বলেন, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে এবং সংকীর্ণ রাজনৈতিক ফায়দার জন্য ক্ষমতাসীন দল জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সরকারকে মিথ্যা, প্রতিহিংসা ও প্রতারণার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করার আহ্বান জানান তিনি।
দলের নেতা-কর্মীদেরকে যে কোনো মূল্যে বর্তমান সরকারকে অপসারণে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাতিকে অপশাসন ও দমনমূলক আচরণ থেকে বাঁচাতে হবে।
দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা শাখা বিএনপি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে।