নেতিবাচক রাজনীতির কারণে দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ক্ষমতায় চায় না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দলের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই শতাংশের মাত্রা আরো বাড়বে।’
তবে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোন কিছুই ঠিক না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতা দখল করা এবং দেশ লুটপাট করা,’ অভিযোগ করেন তিনি।
কাদের আরো বলেন, নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর আওয়ামী লীগ ও বিএনপি বেশ কয়েকবার পালাবদল করে ক্ষমতায় এসেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এরপর ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর তারা টানা ক্ষমতায় রয়েছে।