সারাদেশে বাংলাদেশ পুলিশের ৬৩৬ সদস্যকে বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন( ইসি)।
বদলি হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন পুলিশ ইন্সপেক্টর, সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, কনস্টেবল ও নায়েক।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: আরও ৬১ প্রার্থীকে বৈধ ঘোষণা করল ইসি
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যায়ক্রমে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দেয় ইসি।
ইসির নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা বিভাগ প্রথম ধাপে ৩৩৮ জন ওসিকে বদলির প্রস্তাব ইসিতে পাঠায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি সপ্তাহে আরও ২০৫ জন ইউএনওকে বদলির জন্য বেশ কিছু প্রস্তাব পাঠায়।
বাংলাদেশে ৬৫১টি থানা ও ৪৯৫টি উপজেলা রয়েছে।
আরও পড়ুন: ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন: এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫৫ জন