ঝালকাঠির নলছিটি উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ি থেকে ১২০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে কুশঙ্গল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুর রহিম হাওলাদারের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
মিথ্যার আশ্রয় নিয়ে চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
কুশঙ্গল ইউপির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘রহিম মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে চাল কিনে মজুদ করে। একটি চক্র তাকে এ কাজে সহযোগিতা করেছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’