নাটোর সদরে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এক নেতাকে অপহরণের পর কুপিয়ে জখম করে রাজশাহীর পুঠিয়ায় ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে এই ঘটনা ঘটে।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, আবু রায়হান (৪০) ওই উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি।
আরও পড়ুন: নাটোরের সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবু রায়হান তার নিজ গ্রাম সদর উপজেলার মির্জাপুর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে এসে দুবৃর্ত্তরা তাকে অস্ত্রের মুখে জোর করে গাড়িতে তুলে নেয়।
জানা গেছে, স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে দুবৃর্ত্তরা ফাঁকা গুলি ছুড়ে আবু রায়হানকে অপহরণ করে নিয়ে চলে যায়। পরে রাজশাহীর পুঠিয়া এলাকায় কুপিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করে। খবর পেয়ে দলীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং খোঁজখবর নিচ্ছি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার