সোমবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লেন-৬) স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি সোমবার অভিযোগ করে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় এ ঘটনার পেছনে যারা ছিলেন তারা এখনো চিহ্নিত হননি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘পিলখানা এক বড় বিচার প্রক্রিয়া। এ নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা নেই। তবে বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলান। এতে স্বচ্ছভাবে বিচার সম্পন্ন করার জন্য সরকারকে ধন্যবাদ দেয়া উচিত বিএনপির। কিন্তু বিএনপিতে ধন্যবাদ দেয়ার সংস্কৃতি নেই, তারা শুধু নালিশ করতে জানে।’
চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগ নেতাদের মন্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনা নিয়ে দুই মন্ত্রীর মন্তব্য তাদের ব্যক্তিগত বিষয়। সরকার তার কাজ করে যাচ্ছে। সরকার দায় এড়াতে পারে না বলে প্রধানমন্ত্রীর নির্দেশে গুদাম সরানো শুরু হয়েছে।’
পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ব্যাপারে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার বক্তব্যের সমালোচনা করে আরেক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘নিজের ব্যর্থতা ঢাকতেই আমার ওপর দায় চাপাতে চেয়েছেন।’
সোমবার রাজধানীর ইস্কাটন এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আমু বলেন, ‘দিলীপ বড়ুয়ার বক্তব্যে সরকার মোটেই বিব্রত নয়। কারণ ব্যক্তিগত অযোগ্যতা ও অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে ব্যর্থতার দায় আমার ওপর চাপাতে চেয়েছেন।’
ওবায়দুল কাদের আরও জানান, প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে।