পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বুধবার সন্ধ্যায় খটশিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশেষ কর্মী সভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাবেক সহ-সভাপতি সামিমুজ্জামান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আনছার আলী, সাধারণ সম্পাদক গয়ারাম রায় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইমদাদুল হক বলেন, ‘কেউ আওয়ামী লীগকে ভালোবেসে যোগদান করতেই পারে। এতে দোষের কিছু নেই।’
২০১৬ সালের ২৬ এপ্রিল হাজিপুর ইউপি নির্বাচন পরবর্তী বিজয় মিছিলের সময় বঙ্গবন্ধুর ছবি, নৌকা প্রতীক ও আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীনের বাড়িসহ সাত বাড়ি ভাঙচুর, লোকজনকে মারপিট ও লুটপাটসহ এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ উঠে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সিদ্দিকুর রহমানসহ ১০৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়, যা এখন বিচারাধীন আছে।