চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাকি দুজন হলেন বিএনপির প্রার্থী মো. সেলিম মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম সোমবার জানান, জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া তিনজনের মধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে সাক্ষর না থাকা এবং ঋণ খেলাপির কারণে বিএনপি প্রার্থী মো. সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। এছাড়া, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আজিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
‘এখন একমাত্র আওয়ামী লীগ মনোনীত শামসুল হক প্রার্থী হিসেবে বহাল রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী তালিকায় একমাত্র শামসুল হক থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন,’ বলেন নওয়াবুল ইসলাম।