নিহত আবু হানিফ ওরফে মিস্টার (৪০) পৌরসভার শাকপালা গ্রামের আরমান হোসেন ওরফে আরমান ড্রাইভারের ছেলে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানান, নিহত আবু হানিফ মিস্টার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, কারা, কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত করে দ্রুত আসামিদের বিচারের আওতায় আনা হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া শহরের শাকপালা মোড়ে মসজিদের সামনে প্রতিপক্ষের ৪-৫ জন সন্ত্রাসী কুড়াল দিয়ে পেছন থেকে মিস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তার বিরদ্ধে ৪টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।