আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের যে কোনো অর্থ পাচারকারীদের তালিকায় বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমানের নাম শীর্ষে আসবে।
সরকারের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশ থেকে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করার দাবির প্রতিক্রিয়ায় কাদের এই পাল্টা মন্তব্য করেন।
সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে ভাষণ দেয়ার সময় ফখরুলকে কোনো অভিযোগ উত্থাপনের আগে প্রমাণ দেয়ার আহ্বানও জানান।
ভারতে গ্রেপ্তার পলাতক ব্যবসায়ী পি কে হালদার সম্পর্কে কাদের বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে হালদারের কোনো সম্পর্ক নেই। বরং তিনি অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত। আইন অনুযায়ী হালদারের বিচার হবে।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের সুসংগঠিত ও চৌকস করার আহ্বান জানান কাদের।
আরও পড়ুন: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মঙ্গলবার উদযাপন করবে আ’লীগ
যারা চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরাচালান ও সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের আওয়ামী লীগে কোনো স্থান নেই উল্লেখ করে ওবায়দুল কাদের নতুন কমিটি গঠনে ভালো ও ত্যাগী রাজনীতিবিদদের মূল্যায়ন করতে স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
মেহেরপুর জেলা আ.লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম মিলন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা ও পারভিন জামান কল্পনা এবং খালেক উপস্থিত ছিলেন।