আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে।
শুক্রবার এক বিবৃতিতে কাদের বলেন, ‘নির্বাচনের সময় আসলেই বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠে। নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে বোঝা উচিত যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের জন্য কিছু না করে শুধু বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিয়ে কেউ ক্ষমতায় আসতে পারে না।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে বিএনপি জনগণের সামনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে পারছে না। বিএনপি নেতারা জাতির সামনে বিভ্রান্তিকর বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ সফলতার সঙ্গে সব সংকট মোকাবিলা করেছে।
তার দাবি, বিএনপি নেতারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যমান সংকট মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসকে নস্যাৎ করতে প্রতিনিয়ত নির্লজ্জ মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।
কাদের বলেন, বিএনপি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে একটি হতাশাবাদী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাই বিএনপি নেতারা প্রতিনিয়ত হতাশার গল্প বলে জাতির সঙ্গে তামাশা করছে।
তিনি বলেন, বিএনপি নেতারা প্রায়ই বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে দেশের মানুষের আত্মবিশ্বাস নষ্ট করতে চায়।
তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলেও জানান তিনি।
দুই দেশের অর্থনীতির মূল ভিত্তি আলাদা উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সমান্তরালে রেখে তুলনা করার কোন সুযোগ নেই।
পড়ুন: আ.লীগের ‘মেগা দুর্নীতি’ দেশকে অন্ধকার খাদের প্রান্তে পৌঁছে দিয়েছে: ফখরুল