স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর তারা সর্বনাশ করেছিল। তাদের নেতা ইংল্যান্ড থেকে নির্দেশনা দেন, কিন্তু তাদের কর্মীদের কী হবে তা নিয়ে ভাবেন না। তাদের ভুল অনুধাবন না হলে তারা বিলুপ্ত হয়ে যাবে।’
তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ৩০টি আসনে জয়লাভ করেছিল। ২০১৪ সালে, তারা নির্বাচন না করেই ধ্বংসযজ্ঞ শুরু করেছিল এবং মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল।’
আরও পড়ুন: দ্রব্যমূল্য সহনীয় রাখতে জেলা প্রশাসকদের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
গত নির্বাচনে বিদেশিদের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দেশ অনেক কথা বলে, সবাই জানে সেখানে কীভাবে গণতন্ত্রের চর্চা হয়। কিছু উন্নত দেশে ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়ে। আমাদের ভোট ৪২ শতাংশ। কেউ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলেও আমাদের কিছু বলার নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা বজায় রাখার কথা ভাবছেন। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।’
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনের বিপ্লব হাসান পলাশ প্রমুখ।
আরও পড়ুন: পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী