বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে দলীয় পর্যবেক্ষণ এবং সিটি নির্বাচনের অভিযোগ সম্পর্কে অবহিত করেন।
বিকাল ৪টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, চীন, ভারত, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) প্রায় ২০টি দেশের কূটনীতিকরা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিটি নির্বাচনকে সামনে রেখে যেসব ঘটনা ঘটছে সে সম্পর্কে আলোচনা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা ফুটপাতে নির্বাচনী ক্যাম্প স্থাপনসহ বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
‘নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না গেলে জনগণ কিভাবে নির্বাচনের প্রতি আস্থা অর্জন করবে,’ বিএনপি নেতা বলেন।
খসরু বলেন, বৈঠকে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়।
তিনি বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে তার দলের অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে।
বিএনপি নেতা বলেন, তাদের প্রার্থীদের ওপর আক্রমণ এবং ক্ষমতাসীন দলের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিছু প্রমাণ তারা কূটনীতিকদের দিয়েছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।