বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সরকারি কাজে বাধা প্রদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর কাছে যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বেলায়েতকে বহিষ্কার করা হয়। এক বিবৃতিতে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।
উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠী ও বড়বাড়ির গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধলে খবর পেয়ে থামাতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদী হয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে প্রধান আসামি করে ৫৮ জনের নামে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এ মামলায় আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেপ্তার করা হয়।