আগামী নির্বাচনের আগে প্রতিপক্ষকে দমন করতে সরকারের তীব্র দমন-পীড়নের বিরুদ্ধে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বিএনপি।
সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘অনির্বাচিত’ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসতে দীর্ঘদিন ধরে দমন-পীড়ন, হত্যা, গুম ও সন্ত্রাস চালাচ্ছে।
ফখরুল বলেন, ‘আমরা কয়েক দিন ধরে লক্ষ্য করছি যে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা আবার পুরানো স্টাইলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা বিভিন্ন জেলায় ছাত্রদল ও আমাদের নেতাকর্মীদের এবং তাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমরা আজ শপথ নিয়েছি যে কোনো ভয়-ভীতি ও দমনমূলক কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না।’
তিনি বলেন, তারা জনগণকে সঙ্গে নিয়ে সকল বাধা ও দমন-পীড়ন কাটিয়ে বর্তমান ‘দুর্বিষহ’ এই শাসনকে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা থেকে হটাবেন।
আরও পড়ুন: অর্থপাচারকারীদের জন্য সরকারের দায়মুক্তির পরিকল্পনার সমালোচনা বিএনপির
তিনি আরও বলেন, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করব।
এর আগে ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮১ সালের ৩০মে তিনি তৎকালীন চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে খুন হন।
এসময় পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগকে প্রত্যাখান করেন ফখরুল।
তিনি বলেন, ‘তারা (আ.লীগ নেতা) এখন মানুষকে বিভ্রান্ত করতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য এ ধরনের মন্তব্য করছে।’
ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের মানুষ রাজপথে নামতে শুরু করেছে এবং রাজপথে রক্ত উৎসর্গ করেছে। ‘আমরা আশা করি এই সংগ্রামের মধ্য দিয়ে জনগণ গণতন্ত্র ফিরে পাবে।’
বিএনপি নেতা স্মরণ করেন যে জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘একদলীয় শাসনের অপসারণ করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন এবং বেসামরিক-সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন।’
তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিলেন।
ফখরুল আক্ষেপ করে বলেন, জিয়াউর রহমান যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, তা এখন বাংলাদেশে সম্পূর্ণ অনুপস্থিত।
আরও পড়ুন: আ.লীগের নেতারা মাথা নত করে দেশ ছাড়বেন: ফখরুল
সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ছাত্রদলের ওপর হামলা হয়েছে: বিএনপি