ভারত উপমহাদেশে আধিপত্য প্রতিষ্ঠার অজুহাত হিসেবে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করতে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলোকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, 'আপনারা সাম্প্রদায়িকতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারতকে বিভক্ত করেছেন। আর এখন আপনারা ভারতের স্বাধীনতার পর থেকে বিদ্যমান গণতান্ত্রিক ঐতিহ্যকেও ধ্বংস করছেন।’
বিএনপি নেতা বলেন, ‘সাম্প্রদায়িকতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আপনারা উগ্র হিন্দুদের উসকে দিয়ে উপমহাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণে ভারতের সঙ্গে আর সম্পর্ক নেই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের। ‘বাংলাদেশও আপনাদের সঙ্গে নেই। এটি হয়েছে আপনাদের ঔদ্ধত্য ও শোষণমূলক মনোভাবের কারণে।’
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, ৩০ লাখ মানুষের আত্মত্যাগ ও ২ লাখ নারীর সম্ভ্রম হারানোর মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন,‘ আপনারা ১৮-১৯ কোটি মানুষের এই দেশকে কি শুধু চোখ রাঙ্গিয়ে মিথ্যা প্রচার করে, আমাদের ভয় দেখিয়ে দমন করতে পারবেন? আপনাদের কী এমন হয়েছে যে, আপনারা হঠাৎ করে মরিয়া হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন?'
বিএনপি নেতা বলেন, ৫ আগস্টের আগে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি ঘৃণ্য সরকার ক্ষমতায় ছিল। যে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শিশুদের হত্যা করতে দ্বিধা করেনি।
আরও পড়ুন: ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রিজভীর
রিজভী আরও বলেন, ‘গণতন্ত্রপ্রেমী মানুষদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে দ্বিধা করেনি তারা। তারা ক্রসফায়ারের মাধ্যমে নদী ও খালের পাড়ে মানুষ হত্যা করত। সেই হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন? কারণ, আপনাদের উসকানিতে শেখ হাসিনা এদেশে যা খুশি তাই করেছেন।’
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, ৩০ লাখ মানুষের আত্মত্যাগ ও ২ লাখ নারীর সম্ভ্রম হারানোর মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে।
১৮-১৯ কোটি মানুষের এই দেশকে কি শুধু চোখ কুঁচকে মিথ্যা প্রচার করে আমাদের ভয় দেখিয়ে দমন করতে পারবেন? আপনার কী এমন হয়েছে যে আপনি হঠাৎ করে মরিয়া হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন?'
তিনি বলেন, ৫ আগস্টের আগে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি ঘৃণ্য সরকার ক্ষমতায় ছিল, যে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শিশুদের হত্যা করতে দ্বিধা করেনি।
গণতন্ত্রকে ভালোবাসে এমন মানুষদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে দ্বিধা করেনি তারা। তারা ক্রসফায়ারের মাধ্যমে নদী ও খালের পাড়ে মানুষ হত্যা করত। সেই হাসিনা সরকার আপনার এত প্রিয় ছিল কেন? কারণ, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা এদেশে যা খুশি তাই করেছেন।
তিনি উল্লেখ করেন, ভারত হয়তো ভাবতে পারে পেঁয়াজ, রসুন, আদা ও সয়াবিন তেল রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের জনগণ বড় ধরনের সমস্যায় পড়বে।
তিনি বলেন, ‘ভুলে গেলে চলবে না, বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী এবং তারা নিজেরাই পেঁয়াজ, রসুন ও আদা উৎপাদন করতে জানে। আপনি মনে করেন আপনারাই পৃথিবীর একমাত্র দেশ। এমন কি আর কোনো দেশ নেই যেখান থেকে আমরা পেঁয়াজ, রসুন, তেল আমদানি করতে পারি?’
তিনি ভারতকে স্মরণ করিয়ে দেন যে, ভারত ৫ থেকে ৬ বছর গবাদি পশু রপ্তানি বন্ধ রাখার পর বাংলাদেশের জনগণ এক ঈদে প্রতিটি গ্রামে গরু ও ছাগলের খামার গড়ে তুলেছে এবং ১ কোটি ২০ লাখ গরু জবাই করেছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় কলকাতার নিউমার্কেটসহ সেখানকার হাসপাতালগুলোর পাশাপাশি অন্যান্য এলাকার দোকানদাররা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অস্থির হয়ে উঠবে ভেবে আপনারা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ খুশি। প্রয়োজনে তারা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা অন্য কোনো দেশে যাবেন। মানুষ ভারতের মতো দেশে যেতে চায় না, যারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে।’
চট্টগ্রাম ভারতের অংশ ছিল বলে দাবি করায় ইন্ডিয়ান রিপাবলিক বাংলা টিভির সমালোচনা করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একসময় মুসলিম নবাবদের শাসিত বাংলা, বিহার ও উড়িষ্যার মতো এলাকারও মালিকানা দাবি করবে বাংলাদেশ।
আরও পড়ুন: ভারতে কূটনৈতিক মিশনে শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান রিজভীর