ঢাকা ও নওগাঁর উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতারা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ব্যাপারী ও বাবুল চৌধুরীর নেতৃত্বে শহরের তেবাড়িয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলস্টশন এলাকা ঘুরে পুনরায় তেবাড়িয়ায় গিয়ে শেষ হয়।
ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে শনিবার ভোটগ্রহণ করা হয়। এ উপনির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ‘আরও একবার তাদের নিষ্ক্রিয় ভূমিকা দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে’ বলে রবিবার অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং মঙ্গলবার থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।