‘তারা (আওয়ামী লীগ) সুখে জীবন যাপন করতে দেশত্যাগ করছেন। আমরা শুনেছি তাদের অনেকেরই কানাডায় বেগমপল্লীতে বাড়ি আছে, কারও নাকি সেকেন্ড হোম মালয়েশিয়ায়। এর মধ্য দিয়ে তারা অত্যন্ত সুখে আছেন,’ বলেন তিনি।
ঈদুল আজহাকে সামনে রেখে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে এক অনুষ্ঠানে রিজভী আরও বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা অনেক টাকা করেছেন। অনেকে টাকা দেশের বাইরে নিয়ে চলে গেছেন। সেগুলো তো সুখে-শান্তিতে থাকার জন্য।’
রিজভী বলেন, সরকারের ‘দমনমূলক’ আচরণের কারণে তাদের দলের নেতা-কর্মীরা কষ্টে দিন পার করছেন। ‘বিএনপি করলে এখন কষ্টের সীমা থাকে না। তার চাকরি থাকবে না, তার জীবনযাপন থাকবে না, তার কিছুই থাকবে না। সে বাড়িতে থাকতে পারবে না, এলাকায় থাকতে পারবে না, তার পরিবারের সাথে থাকতে পারবে না, ঈদের মধ্যেও বাড়িতে যেতে পারবে না। তাকে অসংখ্য মামলা দিয়ে এলাকাছাড়া, গ্রামছাড়া করা হবে।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, দেশের এই খারাপ সময়ে তারা অনেক ত্যাগী নেতাকে হারাচ্ছেন।
বিএনপি নেতা আরও অভিযোগ করেন, নির্বাচন পদ্ধতি ধ্বংস করে সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা ছিনতাই করেছে।