বিএনপির ১৮ ফেব্রুয়ারির ঘোষিত রোডমার্চ কর্মসূচি অনিবার্য কারণবশত ১৭ ফেব্রুয়ারি পালন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে কি কারণে কর্মসূচি একদিন এগিয়ে নিল তা জানানো হয়নি।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ সিদ্ধান্তের কথা জানান।
দেশের অন্য মেট্রোপলিটন সিটি-চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ফরিদপুরে একই ধরনের কর্মসূচি পালনের তারিখ জানান তিনি।
এছাড়া নারায়ণগঞ্জ ও গাজীপুরে দলের পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করা হবে।
প্রিন্স বলেন, ‘আমাদের দল এর আগে ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সমস্ত মেট্রোপলিটন শহরে মিছিল করার ঘোষণা দিয়েছিল। কিছু অনিবার্য কারণে রাজধানীতে কর্মসূচির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।’
তিনি বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর আড়াইটায় বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা পৃথকভাবে মিছিল করবে।
প্রিন্স মহানগরের আওতাধীন সকল থানা ও ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের রোডমার্চ কর্মসূচিকে সফল করার জন্য জনদুর্ভোগ এড়িয়ে পূর্ণ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। এবং দলের ১০ দফা দাবি আদায় করার আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
এর আগে গত রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা দেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানসহ তাদের ১০ দফা দাবি আদায়ে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) রাজধানী ও সব মহানগরে বিক্ষোভ মিছিল করবে দলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির কোনো আগ্রহ নেই: মোশাররফ
শ্যামলী রিংরোড থেকে রাজধানীর বসিলা অভিমুখে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার রোডমার্চের শুরুর পূর্ববর্তী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
বিদ্যুত ও গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং চাল, ডাল, তেল, আটা ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র এবং সরকারের দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের প্রতিবাদের জন্যও দলের এই নতুন কর্মসূচির উদ্দেশ্য।
বিএনপি’র সমমনা দল ও জোট যারা যুগপৎ আন্দোলন করে আসছে তারা পরিবর্তিত তারিখ অনুযায়ী সব শহরে একই কর্মসূচি পালন করবে।
এর আগে দলটির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা তাদের ১০ দফা দাবি আদায়ে যথাক্রমে ২৮, ৩১, ৩০ ও ১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করেন।
ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও বাধার অভিযোগের মধ্যে গত শনিবার সারাদেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিরও আয়োজন করেছিল দলটি।
আরও পড়ুন: পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আ.লীগ: বিএনপি