চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করেছে বিএনপি। জনগণকে আসন্ন জাতীয় নির্বাচন বর্জন ও আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে দলটি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন।
তিনি বলেন, ‘সারা দেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। শুক্র ও শনিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
আসন্ন একতরফা নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জনসমর্থন আদায়ে আরও ২ দিন কর্মসূচি পালনে দলের সব স্তরের নেতা-কর্মী ও সমমনা দল এবং জোটের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির সমমনা দলগুলোও একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৩ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে দলটি। যা আজ (বৃহস্পতিবার) শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা বাড়াতে ডামি নির্বাচনে অংশ নেবেন না: বিএনপি
ভোটারদের ভোটকেন্দ্রে নিতে সরকারের 'মরিয়া' চেষ্টায় সাড়া মিলছে না: রিজভী