লিফলেট বিতরণ
বসুরহাটে লিফলেট বিতরণ করে দ্রুত নির্বাচন চাইলেন বিএনপি নেতা আবেদ
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করে দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
সোমবার (৪ নভেম্বর) নোয়াখালীর বসুরহাট বাজারে লিফলেট বিতরণ করে তিনি এই দাবি জানান।
আরও পড়ুন: রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের ভূমিকা চায় বিএনপি
এসময় তিনি বলেন, সরকারকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখনই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। গত ১৫ বছরেও গণতন্ত্রের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। হামলা-মামলা ও নির্যাতিত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বিএনপির অবদানই সবচেয়ে বেশি।
বসুরহাটের এই সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নেতার লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুর আলম সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন। বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মমিনুল হক ও শওকত হোসেন ছগীর প্রমুখ।
এর আগে রবিবার কবিরহাটের বিভিন্ন স্পটেও সাধারণ জনগণের মাঝে লিফলেট ও শনিবার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ১৫০ কৃষক পরিবারের মাঝে বীজ ধান বিতরণ করেন।
এসময় কবির হাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন, পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, যুগ্ন আহ্বায়ক আরাফাত রহমান হাসান, কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়ন আয়োজিত দলের অফিস উদ্বোধন করেন বজলুল করিম চৌধুরী আবেদ। পরে সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
আরও পড়ুন: পতিত ফ্যাসিস্টদের ফিরতে দেবেন না: বিএনপি
১ মাস আগে
নাটোরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশ-আ. লীগের সংঘর্ষে ৭ জন আহত
নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আটক করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ৩ জনকে।
ভাঙচুর করা হয়েছে বিএনপির দাউদার মাহমুদের পেট্রোল পাম্প, পুলিশের একটি গাড়িসহ অন্তত ৭টি গাড়ি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ শুরু করে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া করে এবং দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে ভাঙচুর করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ৩ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় সংঘর্ষে নিহত ১, আহত ২৫
নৌকার প্রচারের মধ্যে বেজে উঠল হিন্দি গান, সংঘর্ষে আহত ৭
১১ মাস আগে
চট্টগ্রামে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণকালে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় উপজেলা বিএনপি আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী এই লিফলেট বিতরণে অংশ নেন। পরে তারা চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য গাড়িতে উঠার জন্য অপেক্ষা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার বিদেশি ফটোগ্রাফার
গ্রেপ্তার অন্যরা হলেন- মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন, মঘাদিয়া যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, বিএনপি নেতা অলি আহম্মেদ, যুবদল নেতা দিনাজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জাহেদ, মাঈন উদ্দিন টিপু, ১৫ নম্বর ওয়াহেদ ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরীফ মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাহেদ খান ও রিয়াজ মাহমুদ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাচন প্রতিহতের লক্ষ্যে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ মাস আগে
শনিবার পর্যন্ত চলবে বিএনপির গণসংযোগ কর্মসূচি
চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করেছে বিএনপি। জনগণকে আসন্ন জাতীয় নির্বাচন বর্জন ও আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে দলটি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন।
তিনি বলেন, ‘সারা দেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। শুক্র ও শনিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
আসন্ন একতরফা নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জনসমর্থন আদায়ে আরও ২ দিন কর্মসূচি পালনে দলের সব স্তরের নেতা-কর্মী ও সমমনা দল এবং জোটের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির সমমনা দলগুলোও একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৩ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে দলটি। যা আজ (বৃহস্পতিবার) শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা বাড়াতে ডামি নির্বাচনে অংশ নেবেন না: বিএনপি
ভোটারদের ভোটকেন্দ্রে নিতে সরকারের 'মরিয়া' চেষ্টায় সাড়া মিলছে না: রিজভী
১১ মাস আগে
চট্টগ্রামে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর থানার কলসি দিঘি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্যজন হলেন, মহানগর যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনে নাশকতার পৃথক মামলায় ৩ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার বলেন, ভাঙচুর ও নাশকতার একটি মামলায় বিএনপি নেতা আজিজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এম এ আজিজ ও আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তারের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইয়াবা জব্দ, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
১১ মাস আগে
ডেঙ্গু সচেতনতায় মসজিদে-মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে-মসজিদে লিফলেট বিতরণ ও করণীয় সম্পর্কে মুসল্লিদের দিক নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২১ জুলাই) ডিএসসিসি আওতাধীন মসজিদগুলোতে জুমার নামাজে অংশগ্রহণকারী মুসুল্লিদের সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: ডেঙ্গুর ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় বিএনপি
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এই আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
এই উদ্যোগের উদ্দেশ্য হল ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা এবং এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রদায়ের অংশগ্রহণকে উন্নীত করা।
এর আগে ১৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তার এলাকায় ডেঙ্গু রোগ ও এডিস মশা নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছিল।
ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোলরুমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: হাফেজ আবু তালহার সাফল্য বাংলাদেশের জন্য গৌরবের: পররাষ্ট্রমন্ত্রী
বিনপির সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করতে হবে: তাজুল ইসলাম
১ বছর আগে
করোনা: সিভিল সার্জন অফিসের উদ্যোগে সুনামগঞ্জ শহরে লিফলেট বিতরণ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
৪ বছর আগে