সংসদ সদস্যের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে বাবা-মা পাশেই দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে মনির উদ্দিন বলেন, ‘মরদেহ দেশে পৌঁছলেই জানাজার সময় নির্ধারণ করা হবে।’
তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ত্রিদেশীয় কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে এ কমিটি সভায় যোগ দিতে তিনি গত ১৮ অক্টোবর কলকাতা যান। এরপর ২৫ অক্টোবর বেঙ্গালুর নারায়ণা হৃদয়ালয়ে চেকআপ করাতে যান। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। পরে তিনি দ্বিতীয়বারের মতো ব্রেন স্টোক করেন এবং তার নিউমোনিয়া ধরা পড়ে। তখনই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
এদিকে এমপি বাদলের গ্রামের বাড়ি সারোয়াতলীর খান মহলে শুনশান নিরবতা বিরাজ করছে। খান মহলের সামনে চলছে এমপি বাদলকে শেষ বারের মতো বিদায় জানানোর প্রস্তুতি।
বৃহস্পতিবার ভোরে ৬৭ বছর বয়সে ভারতের বেঙ্গালুর নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাদল।