আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে তাদের সমতা নিশ্চিত করতে শেখ হাসিনার চেয়ে নির্ভরযোগ্য নেতা খুঁজে পাবে না।
শনিবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’
দেশে সাম্প্রদায়িকতা ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু ধর্ম) জন্য এ দেশে শেখ হাসিনার চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। তাই সাম্প্রদায়িকতা রুখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’
আরও পড়ুন: মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য অবহিত করেন।
তিনি আরও বলেন, ‘আগের অশুভ ঘটনাগুলো হিন্দুদের কষ্ট দিয়েছে। এ অপকর্মের পুনরাবৃত্তি চাই না। আশা করি দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই এটা সম্ভব।
তিনি বলেন, ‘এই চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
আরও পড়ুন: যমুনা-বুড়িগঙ্গায় ডুবে যাওয়ার জন্য বিএনপির রোড মার্চ: তথ্যমন্ত্রী
কাদের বলেন, ক্ষমতা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে হাত বদলাবে, এবং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বারবার সময়সীমা ঘোষণা করায় বিএনপি নেতাদের প্রতি ব্যঙ্গ করে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের, ‘আর কত দিন দিবেন? আমি বলি, আমাদের সময় নেই। ৪ নভেম্বর ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে (৪ নভেম্বর) আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’
তিনি বলেন, তারা (বিএনপি) কখনো কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন করেনি, বরং 'দেশের সম্পদ লুট করেছে'।
আরও পড়ুন: নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী