তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শকুনরা তাদের দিকে নজর দিয়েছে। এই শকুন ও রাজনীতির কাক থেকে দেশকে রক্ষা করতে হবে।’
শনিবার (২১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলার বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন, তখন বিভিন্ন দলের নেতারা কাকের মতো জড়ো হয়ে মন্দকে মেনে নেন। তারা রাজনীতির কাক।’
আরও পড়ুন: শেখ রাসেলকে সম্মান জানাতে ১৫ আগস্টের অপরাধীদের শাস্তি হওয়া দরকার: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিদেশি শকুনের চোখ যখন দেশের দিকে পড়েছে, তখন রাজনীতির কাকগুলো তাদের মিত্র হয়ে গেছে।’
তিনি বলেন, ‘বিএনপি ২৮ অক্টোবর সরকার পতনের যাত্রা শুরু করবে, গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে সরকার পতনের যাত্রা শুরু করতে চেয়েছিল, গোলাপবাগের পশুর হাটে মারা গেছে।’
তিনি বলেন, ‘এবারও বিএনপি সরকার উৎখাত করে যমুনা বা বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার যাত্রা শুরু করবে। আর চট্টগ্রামে করলে কর্ণফুলী নদী বা বঙ্গোপসাগরে ডুবে যাবে। আসলে ২৮ তারিখে বড় ধরনের পিকনিক করতে চায় বিএনপি। আমরা পিকনিক থেকে বুড়িগঙ্গায় নৌকা বাইচের জন্য পাঠাব।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণ ও রাজপথের দল। দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্যই আওয়ামী লীগের জন্ম। আমরা ২১ বছর বিরোধী দলে থেকে একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা জানি, রাস্তায় কারা আছে তাদের কীভাবে মোকাবিলা করতে হয়।’
তথ্যমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে আবারও বিএনপির সমালোচনা করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনে শিশু হত্যা, হাসপাতালে বোমা হামলা, গির্জায় হামলা করে ১৮ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সারা বিশ্ব যখন প্রতিদিন প্রতিবাদ করছে তখন ‘শকুন’ অখুশি হতে পারে এমন ধারণায় কথা বলে না বিএনপি। শকুনরা দেশের সব সম্পদ লুট করলেও বিএনপি নীরব থাকবে। তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখেন। তাদের হাতে দেশ হস্তান্তর করা যাবে না। তাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন, সহসভাপতি প্রকৌশলী গোলাম নওশের আলী, চট্টগ্রাম উত্তর জেলা উপদেষ্টা মোহাম্মদ আখতার হোসেন খান প্রমুখ।