রাজধানীর ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল-সবুজ রঙের বাসে চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে তিনি সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছান।
বাসটি পৌঁছানোমাত্রই ভক্ত-সমর্থকদের স্লোগানে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘ দিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে অপেক্ষমাণ লাখো নেতা-কর্মী।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই ৩০০ ফিট এলাকায় জনস্রোত তৈরি হয়েছে। মঞ্চে উঠে তিনি জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছেন।