বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এরা জনস্বার্থকে তোয়াক্কা করে না, যেকোন প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ রোধে এই জনবিচ্ছিন্ন সরকার সবসময়ই উদাসীন থাকে।
তিনি বলেন, সরকার শুরু থেকেই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিলে ডেঙ্গু পরিস্থিতি এত ভয়াবহ রূপ নিতো না। এত লোকের প্রাণহানি ও ডেঙ্গু জ্বর ছড়াতো না।
আরও পড়ুন: বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিএনপির উদ্যোগে রাজধানীতে লিফলেট বিতরণকালে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তাবিথ আউয়াল এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের ইব্রাহিমপুর পুল পাড়, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, শেওড়াপাড়া মেইন রোড, তালতলা বাসস্ট্যান্ড, মহাখালীর আইপিএইচ মসজিদ ও বাউন্ডারি বস্তি, টেমো, সাততলা বস্তি, ওয়ারলেস গেইট, বেলতলা বস্তি, কড়াইল বাজার মাঠসহ অন্যান্য স্হানে সারাদিনব্যাপী লিফলেট বিতরণ করেন তাবিথ আউয়াল।
লিফলেট বিতরণকালে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান, গোলাম কিবরিয়া মাখন, কাফরুল থানা বিএনপির আহবায়ক একরাম হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি, ঢাকা মহানগর পশ্চিম ছাএদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির,বিএনপি নেতা আশরাফুল ইসলাম জাহান, জাসাস কেন্দীয় নেতা মাজহারুল ইসলাম খান পায়েল, ছাএদল নেতা আক্তার হোসেন মামুন,সারোয়ার আলম পিয়াস, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম আনসার আলীও সাধারন সম্পাদক হাবিব দেওয়ান, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে: তাবিথ আউয়াল