তাবিথ আউয়াল
সরকার জনস্বার্থকে তোয়াক্কা করে না: তাবিথ আউয়াল
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এরা জনস্বার্থকে তোয়াক্কা করে না, যেকোন প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ রোধে এই জনবিচ্ছিন্ন সরকার সবসময়ই উদাসীন থাকে।
তিনি বলেন, সরকার শুরু থেকেই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিলে ডেঙ্গু পরিস্থিতি এত ভয়াবহ রূপ নিতো না। এত লোকের প্রাণহানি ও ডেঙ্গু জ্বর ছড়াতো না।
আরও পড়ুন: বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিএনপির উদ্যোগে রাজধানীতে লিফলেট বিতরণকালে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তাবিথ আউয়াল এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের ইব্রাহিমপুর পুল পাড়, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, শেওড়াপাড়া মেইন রোড, তালতলা বাসস্ট্যান্ড, মহাখালীর আইপিএইচ মসজিদ ও বাউন্ডারি বস্তি, টেমো, সাততলা বস্তি, ওয়ারলেস গেইট, বেলতলা বস্তি, কড়াইল বাজার মাঠসহ অন্যান্য স্হানে সারাদিনব্যাপী লিফলেট বিতরণ করেন তাবিথ আউয়াল।
লিফলেট বিতরণকালে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান, গোলাম কিবরিয়া মাখন, কাফরুল থানা বিএনপির আহবায়ক একরাম হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি, ঢাকা মহানগর পশ্চিম ছাএদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির,বিএনপি নেতা আশরাফুল ইসলাম জাহান, জাসাস কেন্দীয় নেতা মাজহারুল ইসলাম খান পায়েল, ছাএদল নেতা আক্তার হোসেন মামুন,সারোয়ার আলম পিয়াস, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম আনসার আলীও সাধারন সম্পাদক হাবিব দেওয়ান, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে: তাবিথ আউয়াল
নির্বাচন কমিশনের পদক্ষেপের অপেক্ষায় আছি: তাবিথ আউয়াল
১ বছর আগে
সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে: তাবিথ আউয়াল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী হবে? সাধারণ মানুষের কী হবে? ক্রেতা সাধারণের কী হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২শ’ দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:ওসির বিরুদ্ধে করা তাবিথের মামলা খারিজ
দক্ষিণখান ও উত্তরখানের চিত্র তুলে ধরে অভিযোগ করে তিনি বলেন, আমাদের ওয়ার্ড করেছে; কিন্তু ওয়ার্ডের সে সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি না। আমাদেরকে ঢাকা সিটি করপোরেশন নামে বলা হয়, কিন্তু কোনো সিটি করপোরেশন কর্মকর্তা আমাদের কাছে আসে না।
তাবিথ আউয়াল বলেন, আমরা যখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যাই, তখন আমাদের দমন, পীড়ন, হত্যা ও নিপীড়ন করে দমিয়ে রাখা হয়। আমরা যখন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যাই, ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুরবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এ আওয়ামী অবৈধ সরকার।
তিনি বলেন, চাল-ডালের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের দাম বেড়েই চলছে। এ কারণে মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে। মানুষ এখন আওয়ামী দুঃশাসনের অবসান চায়। এর থেকে মুক্তি পেতে আমাদের রাজপথে নেমে আসতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মার্কেটে যাতে আগুন না লাগে, তার দায়িত্ব সরকারের এবং আগুন লাগলে তা কিভাবে নিভাতে হবে তার দায়িত্বও কিন্তু সরকারের। কিন্তু আওয়ামী সরকার প্রত্যেকটি দায়িত্বে ব্যর্থ হয়েছে।
মঈন খান বলেন, এদেশের দরিদ্র যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আপনারা দেখেছেন পরপর নিউমার্কেট, বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় দেখেছেন, একের পর এক আগুন লাগছে। এ আগুনের রহস্য কি?
তিনি বলেন, আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে দীর্ঘায়িত করতে চায়, সেজন্য তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
তদন্তের আগে কাউকে দোষারোপ করা উচিত নয় মন্তব্য করে মঈন খান বলেন, যেহেতু সরকারের দায়িত্ব রয়েছে, কেন আগুন লেগেছে? কিভাবে আগুন লেগেছে? কে লাগিয়েছে?
তিনি বলেন, সরকার তদন্তের আগে কাউকে দোষারোপ করলে, আমরা তার তীব্র প্রতিবাদ করবো। কাউকে উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করে এইবার আওয়ামী সরকার পার পাবে না।
মঈন খান বলেন, আওয়ামী সরকার এখন ৭২-৭৫ এর স্টাইলে দেশ চালাচ্ছেন। তাদের সকল অন্যায়, নির্যাতন, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এছাড়া দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নাই।
অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা পারভীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতারা।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের পদক্ষেপের অপেক্ষায় আছি: তাবিথ আউয়াল
বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা
১ বছর আগে
ঢাকা সিটি করপোরেশনে নতুন নির্বাচন দাবি বিএনপির
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শনিবারের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি উল্লেখ করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
৪ বছর আগে
বিএনপির মেয়র প্রার্থী তাবিথের এজেন্টের ওপর বোমা হামলা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রধান পোলিং এজেন্ট মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার বোমা হামলার শিকার হয়েছেন।
৪ বছর আগে
তাবিথের প্রার্থিতা বাতিলে বিচারপতি মানিকের রিট
নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছে।
৪ বছর আগে
বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা
নির্বাচনী গণসংযোগ চালানোর সময় রাজধানীর গাবতলীতে মঙ্গলবার হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী তাবিথ আউয়াল।
৪ বছর আগে
নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ তাবিথের
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল মঙ্গলবার বলেছেন, ‘ধানের শীষ’ নিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ক্ষমতাসীন দল বারবার তার প্রচারকারীদের ওপর হামলা করছে।
৪ বছর আগে
সিটি নির্বাচন: মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৪ বছর আগে
সিটি নির্বাচন: বিএনপির তাবিথ-ইশরাকের মনোনয়নপত্র জমা
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরশনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন মঙ্গলবার নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৪ বছর আগে